ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

তারুণ্যের শক্তিকে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে কাজে লাগানোর লক্ষ্যে ঈশ্বরদীতে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টায় সাঁড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ হলরুমে এ কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস। সাঁড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম বগার সভাপতিত্বে এবং পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্ব হাসিবুর রহমান হাক্কে মন্ডল, সাবেক ইউপি সদস্য রেজাউর রহমান আজাদ, সাবেক ইউপি সদস্য আক্কাস আলী, ইউ পি সদস্য সাইফুদ্দিন খান, বীর মুক্তিযুদ্ধা মহসিন আলী, রাজনৈতিক ব্যক্তিত্ব তুহিন চৌধুরী, অধ্যক্ষ আরজাহান আলী, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক খান, প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন , প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, প্রধান শিক্ষক তাহসিনা কবীর, প্রধান শিক্ষক পূর্ণিমা রায়, ধারাভাষ্যকার আইনুল ইসলাম, সাংবাদিক জিল্লুর রহমান জীবন, সাংবাদিক শাহিনুর রহমান, শিক্ষার্থী ইউসুফ প্রমুখ।

তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, ইমাম, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তারুণ্য,বাংলাদেশ,কর্মশালা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত