ভোলার সদর উপজেলার চর নেয়ামতপুর থেকে জবাই করা বিভিন্ন প্রজাতির ২৯টি পাখি উদ্ধার করেছে নৌপুলিশ। শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে মেঘনা নদীতে অভিযানের সময় এসব পাখি জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত পাখিগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
ভোলা সদর উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. মাহফুজ হাসানাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেঘনা নদীতে অবৈধ জাল উদ্ধারে অভিযান চালানোর সময় কিছু ব্যক্তি একটি বস্তা ফেলে পালিয়ে যায়। সন্দেহ হলে নৌপুলিশ বস্তাটি উদ্ধার করে। খুলে দেখা যায়, বস্তার ভেতরে জবাই করা বিভিন্ন প্রজাতির ২৯টি পরিযায়ী পাখি রয়েছে।
তিনি আরও জানান, প্রতিবছর শীত মৌসুমে শিকারিরা বিভিন্ন চরাঞ্চলে পরিযায়ী পাখি ধরার জন্য বিষ মিশ্রিত খাবার ব্যবহার করে। পাখিগুলো অজ্ঞান হয়ে গেলে তারা সেগুলো জবাই করে বিক্রি করে। উদ্ধারকৃত পাখিগুলো সদর উপজেলার তুলাতুলি এলাকায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।