সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাবেক এমপি ও ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পাঠ্যপুস্তক পৌছাতে কিছুটা বিলম্ব হলেও শিক্ষার্থীরা চলতি মাসেই তাদের পাঠ্যপুস্তক হাতে পাবে। সরকার এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এ নিয়ে কেউ বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সাবেক প্রতিমন্ত্রী আরও বলেন, “কচুয়ার এই মাটি বেগম খালেদা জিয়ার ঘাটি, তারেক রহমানের ঘাটি, এবং বিএনপির ঘাটি। আমরা যারা দুঃসময়ে রাজপথে ছিলাম, তারাই আজও আছি। দলের দুর্দিনে পাশে না থাকা কেউ নেতা সাজতে চাইলে দল তা মেনে নেবে না। আগামী নির্বাচনে কচুয়া আসনে বিএনপির ধানের শীষ জয়ী হবে, এই জনসমুদ্র তার প্রমাণ।”
চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইউসুফ মিয়াজীর সঞ্চালনায় ও সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আখন্দের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী। এছাড়া বক্তব্য দেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন মিয়া স্বপন, সাবেক সভাপতি সর্পোদ্দিন মিয়া, এবং দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে দুপুর থেকেই নেতাকর্মীরা ছোট ছোট মিছিল ও ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। নসমাবেশস্থলের আশপাশে বড় বড় গেট তৈরি করে পুরো এলাকা সাজানো হয়। এসময় সমাবেশে প্রায় অর্ধলক্ষ মানুষ উপস্থিত ছিল।