ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড

৫ আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি পুলিশ কমিশনারের শ্রদ্ধা 

৫ আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি পুলিশ কমিশনারের শ্রদ্ধা 

রংপুর মেট্রোপলিটন পুলিশের জানুয়ারি ২০২৫ সালের মাস্টার প্যারেড আজ রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বিপিএম। এসময় তিনি পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের উপর ভিত্তি করে গুড সার্ভিস (জিএস) মার্ক প্রদান করেন।

পুলিশ কমিশনার তার বক্তৃতায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে আইন ও বিধি অনুযায়ী কাজ করার নির্দেশনা দেন। তিনি ৫ আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানান।

এরপর পুলিশ কমিশনার পুলিশের বিভিন্ন শাখা যেমন যানবাহন শাখা, রেশন স্টোর, ফোর্স ব্যারাক, মেস, অস্ত্রাগার, এমআই সেন্টার, সি-স্টোর, ডি-স্টোর, রিজার্ভ অফিসসহ পুলিশ লাইন্স সংশ্লিষ্ট অফিসগুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এই মাস্টার প্যারেডের মাধ্যমে পুলিশ কমিশনার আরপিএমপির কার্যক্রমের তদারকি করেন এবং ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা দেন।

৫ আগস্ট,গণঅভ্যুত্থান,রংপুর,মেট্রোপলিটন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত