ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

‘দ্রুত জাতীয় নির্বাচন না দিলে জনগণ বুঝবে ষড়যন্ত্র চলছে’

‘দ্রুত জাতীয় নির্বাচন না দিলে জনগণ বুঝবে ষড়যন্ত্র চলছে’

বিএনপি'র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, দ্রুত সংস্কার শেষ করে জাতীয় সংসদ নির্বাচন না দিলে জনগণ বুঝবে যে ষড়যন্ত্র চলছে।

রোববার (৫ জানুয়ারি ) আশুলিয়ার শ্রীপুর এলাকায় আশুলিয়া থানা বিএনপির অন্তর্গত পাঁচটি ইউনিয়ন নিয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদিয়ে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, শেখ হাসিনার সময় যতগুলো নির্বাচন হয়েছে সবগুলাই কুকুর বিড়াল ভোট দিতে গিয়েছিল মানুষ যায়নি। শেখ হাসিনা ভারতে পালিয়ে যেয়েও রক্ষা পাবে না, ভারত থেকে ফিরিয়ে এনে তার কঠোর বিচার করা হবে।

তারেক রহমানের নির্দেশে বিএনপি আন্দোলন করেছে এবং এই আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে বিএনপির মূল ভূমিকা ছিল বলেও মন্তব্য করেন তিনি।

আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার সভাপতিতে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লবসহ বিএনপির কয়েক হাজার নেতাকর্মী।

জাতীয় নির্বাচন,জনগণ,ষড়যন্ত্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত