শেরপুরের নকলায় হেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার ছয় সদস্য বিশিষ্ট নতুন ও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রোববার বিকেলের দিকে নকলা কাচারী মসজিদের দ্বিতীয় তলায় হেফাজতে ইসলাম শেরপুর জেলা শাখার সরাসরি তত্বাবধানে ও জেলা-উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মুফতী আব্দুল জলিল কাসেমী-কে সভাপতি ও মাওলানা আনসারুল্যাহ-কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
ঘোষিত আংশিক কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল, সহ-সম্পাদক মাওলানা তারিক জামিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল হুদা ও সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুল হক মিলন। কমিটির কর্মকান্ডকে তরান্বিত করতে মাওলানা লূৎফর রহমান-কে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয়েছে।
নতুন কমিটির দায়িত্বশীল ছয় জনের নাম ঘোষণার পরে তাৎক্ষণিক কমিটি গঠন সংক্রান্ত রেজুলেশন করা হয় এবং জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নিজ নামে স্বাক্ষর করে নব-গঠিত কমিটির অনুমোদন দেন।
নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দেশে কোরআন হাদিসের আলোকে ইসলামি শাসন ব্যবস্থা কায়েম করতে ইসলামি শরিয়াহ মোতাবেক নিজেকে পরিচালনা করা এবং শান্তির ধর্ম ইসলামের সব বিধি-বিধান মেনে চলতে সবাইকে আহ্বান জানান। এছাড়া তাদের উপর অর্পিত দায়িত্ব যেন সুষ্ঠুভাবে পালন করতে পারেন এরজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তারা।