ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বাউফলে অপহরণের ২ দিন পর ব্যবসায়ীকে উদ্ধার

বাউফলে অপহরণের ২ দিন পর ব্যবসায়ীকে উদ্ধার

পটুয়াখালীর বাউফলে অপহরণের দুই দিন পর অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায় বণিক ওরফে শিবু বণিক (৭২)-কে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামের একটি মসজিদের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

তবে এসময় কোন অপহরণকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উদ্ধারের পরে তাকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার ফিরে আসার খবরে স্বস্তি ফিরেছে জনমনে।

উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে দশটায় উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে শিবু বনিককে অস্ত্রের মুখে জিম্মি করে আলগা নদী হয়ে ট্রলারযোগে অপহরণ করে নিয়ে যায় ৭/৮ জনের একটি ডাকাত দল। এসময় তার দুই কর্মচারীকে হাত, পা ও মুখ বেধে প্রতিষ্ঠানে থাকা সাত লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। তাকে অপহরণের পর ধর্মঘট ও মানববন্ধন-সহ নানা কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।

বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, শিবু বণিককে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাউফল,অপহরণ,ব্যবসায়ীকে উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত