ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পীরগঞ্জে অগ্নিকাণ্ড, ৫০ হাজার টাকার মালামাল ভস্মীভূত

পীরগঞ্জে অগ্নিকাণ্ড, ৫০ হাজার টাকার মালামাল ভস্মীভূত

রংপুরের পীরগঞ্জ উপজেলার দুধিয়াবাড়ী গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (৫ আগস্ট) দিবাগত রাতে গ্রামের আঃ লতিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে

সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ৮টার দিকে গ্রামের লতিফ মিয়ার বাড়ির একটি ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে এবং তা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। প্রায় ৩০ মিনিট স্থায়ী এ অগ্নিকাণ্ডে লতিফ মিয়ার একটি ঘর ও ঘরের আসবাবপত্রসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল আগুনে ভস্মীভূত হয়। এক পর্যায়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই নবাবগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল এবং কম্বল বিতরণ করা হয়েছে এবং তারা সাহায্য চাইলে আরও সহায়তা দেয়া হবে।

পীরগঞ্জ,অগ্নিকাণ্ড,মালামাল ভস্মীভূত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত