দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমে এসেছে, যা ক্রেতাদের জন্য স্বস্তি নিয়ে এসেছে। ফলন ভালো হওয়া এবং পর্যাপ্ত সরবরাহের কারণে বর্তমানে বেশিরভাগ সবজি ১০ থেকে ৩০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সবজির দাম কমায় ক্রেতারা খুশি হলেও, কৃষকদের উৎপাদন খরচ না ওঠায় তারা আর্থিকভাবে কিছুটা চাপে রয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) সকালে ফুলবাড়ী পৌর সবজি বাজারসহ আশপাশের হাট-বাজারগুলো ঘুরে দেখা মিলেছে গত কয়েক দিন ধরে শীতকালিন, লাল শাক, পালং শাক, পেঁয়াজ শাক, ধনিয়া পাতা, লাউ, লাউ শাক, কুমড়া শাক, বরবটি, গাজর, টমেটো, শালগম, শিম, বাঁধাকপি, ফুলকপি, মুলা, কাঁচা মরিচ, বেগুন, করল্লা, মিষ্টি কুমড়ার সরবরাহ বেড়েছে।
জানা যায়, সবজির মধ্যে প্রতি পিস বাঁধাকপি আকর ভেদে ৭ থেকে ৮ টাকা ও ফুলকপি আকার ভেদে ৫ টাকা থেকে ৭ টাকায় বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহ আগেও এর দাম ছিল ১৫ থেকে ২৫ টাকা। বিভিন্ন ধরণের বেগুন বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি দরে, শিম বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে।
মুলা ১০ টাকা কেজিতে আর মিষ্টি কুমড়া মানভেদে ১৫-২০ টাকায় পাওয়া যাচ্ছে। শশা প্রতিকেজি মানভেদে ১৫-১৮ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া কাঁচা মরিচের দাম ৮০ টাকা থেকে কমে ২২ থেকে ২৫ টাকা কেজিতে নেমেছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে। গাজর ৩০ থেকে ৪৫ টাকা এবং টমেটো ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। নতুন আলু প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৮ টাকায়।
বাজারে সবজি কিনতে আসা সোহাগ হোসেন ও নজরুল ইসলাম বলেন, শীতকালে সবজির দাম প্রতিবছরই কমে। এ বছর আরো সহজলভ্য হয়েছে। এখন ১০০ টাকার বাজার করলেই ব্যাগ ভরে যাচ্ছে। আগে ৩০০ থেকে ৪০০ টাকার বাজার করলেও এতগুলো পাওয়া যেত না। সব সবজির দাম কমতে শুরু করছে।
পৌর বাজারে সবজি বিক্রেতা মামুন সরকার বলেন, এ বছর শীতের সবজির ফলন ভালো হয়েছে। আমরাও কম দামে কৃষকদের থেকে নিতে পারছি। এর ফলে অল্প লাভ করেই বিক্রি করতে পারছি। সবজির দাম আরো কমতে পারে।
ফুলবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে সবজি চাষি শফিকুল ইসলাম বলেন, তিন বিঘা জমিতে শীতকালিন ফসল বাঁধাকপি, ফুলকপি, শসা, টমেটো, লাউ ও শাক সবজির আবাদ করা হয়েছে। এবছর গত বছরের তুলনায় ফলন ভালো হয়েছে। কিন্তু দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ উঠছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, ফুলবাড়ীতে ১,৭৫০ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজির চাষ করা হয়েছে। প্রতি হেক্টরে ২৪ দশমিক ৫ মেট্রিক টন ফলন এবং মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪২,৮৭৫ মেট্রিক টন ধরা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে।