কাউখালীতে বিএনপির উদ্যোগে কম্বল বিতরণ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৬:২৩ | অনলাইন সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন কাউখালী উপজেলা বিএনপি।

রোববার (৫ জানুয়ারি) রাতে উপজেলার বিড়ালজুরি, আইরন, বৌলাকান্দা গ্রামের কয়েকটি স্থানে এই কম্বল বিতরণ করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় উপজেলার এই সমস্ত গ্রামের ৩ শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, শহীদুল ইসলাম বাদল প্রমূখ। এছাড়াও এ সময় বিএনপি'র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির সদস্য সচিব দ্বীন মোহাম্মদ বলেন, উপজেলার বিভিন্ন গ্রামে আগামীতে আরো শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।