কাউখালীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন কাউখালী উপজেলা বিএনপি।
রোববার (৫ জানুয়ারি) রাতে উপজেলার বিড়ালজুরি, আইরন, বৌলাকান্দা গ্রামের কয়েকটি স্থানে এই কম্বল বিতরণ করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপজেলার এই সমস্ত গ্রামের ৩ শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, শহীদুল ইসলাম বাদল প্রমূখ। এছাড়াও এ সময় বিএনপি'র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির সদস্য সচিব দ্বীন মোহাম্মদ বলেন, উপজেলার বিভিন্ন গ্রামে আগামীতে আরো শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।