ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে ওয়াজ মাহফিলে এয়ারগানের গুলি, আহত ২

কিশোরগঞ্জে ওয়াজ মাহফিলে এয়ারগানের গুলি, আহত ২

কিশোরগঞ্জে একটি ওয়াজ মাহফিল চলাকালে অজ্ঞাত ব্যক্তিদের এয়ারগানের গুলিতে দুইজন আহত হয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বার্ষিক ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই মাদ্রাসার পরিচালক মুফতি আল আমিন সাদী (৩৮) এবং আগত বক্তার সফরসঙ্গী মো. জুলহাস মিয়া (১৯)।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাহফিল চলাকালে মঞ্চে উঠার সময় পাশের অন্ধকার যায়গা থেকে অজ্ঞাত ব্যক্তিদের এয়ারগানের গুলিতে দুইজন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

কিশোরগঞ্জ,গুলি,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত