সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ওসিসহ ১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, রোববার দুপুরে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া মহল্লায় তার বাসায় সেনা সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে এবং অস্থায়ী সেনাক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এনায়েতপুর থানায় পুলিশ হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে ওইদিন রাতেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট ওই থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ওসি আব্দুর রাজ্জাকসহ ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনা ঘটে। এ ব্যাপারে এসআই আব্দুল মালেক বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী, খুকনী ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা মুল্লুক চাঁদ, ভাঙ্গবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ভূঁইয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ হাজার জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।