ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীতে আসামী ছিনতাইয়ের ঘটনায় ৬ পুলিশকে প্রত্যাহার, আটক ২

ভূরুঙ্গামারীতে আসামী ছিনতাইয়ের ঘটনায় ৬ পুলিশকে প্রত্যাহার, আটক ২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুলিশের গাড়ি থেকে মাদককারবারি আসামী ছিনতাইয়ের ঘটনায় ৬ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এছাড়া, ছিনতাইয়ে জড়িত সন্দেহে ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি রোববার বিকালে ভূরুঙ্গামারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চরভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারি হাফিজুল ইসলাম ও তার স্ত্রী হাসিনা আক্তারকে আটক করে। এরপর পুলিশ তাদেরকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে আসছিল, কিন্তু বাবুরহাট বাজারে পৌঁছানোর পর মাদক ব্যবসায়ীর বড় ভাই আশরাফুল ও সাংবাদিক পরিচয়দানকারী এক ব্যক্তির নেতৃত্বে প্রায় শতাধিক লোক পুলিশের গাড়ি আটকে দেয় এবং হাতকড়া পরা অবস্থায় গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নেয়।

খবর পেয়ে জেলা পুলিশ এবং থানা পুলিশের যৌথ টিম আবারও অভিযান চালিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন আনোয়ার হোসেন (৩২) ও তার পিতা আব্দুস ছালাম (৫০)।

এছাড়া, পুলিশ সোমবার (৬ জানুয়ারি) সন্দেহভাজন আরও ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

এ ঘটনায় থানা পুলিশের এসআই আরিফ মাহমুদ আপেল, এএসআই আলমগীর হোসেন, কনষ্টেবল সবুজ চন্দ্ররায়, বিনয়চন্দ্র বর্মণ, শফিউল্লাহ এবং মিজানুর রহমানকে রাতেই পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযানে জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরও বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানিয়েছেন, দায়িত্বে অবহেলার কারণে অভিযানে থাকা ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

আসামী,ছিনতাই
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত