মিরসরাইয়ে বালু ভরাট নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৪

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৭:৫১ | অনলাইন সংস্করণ

  মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিজ্ঞানাগার নির্মাণের বালু ভরাট নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার জোরারগঞ্জ বাজারে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ সংঘর্ষ ঘটে, যার ফলে উভয় দলের ৪ নেতাকর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর আহত জামাল উদ্দিন (৩৯) কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা হলেন, মাহফুজ আলম সোহান (৪৮), মো. মামুন (৩৫), আলাউদ্দিন (৩৬)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টেক্সটাইল কলেজের বিজ্ঞানাগার নির্মাণের জন্য বালু সাপ্লাই নিয়ে সকাল থেকেই বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে পরিণত হয়, যা জোরারগঞ্জ বাজারে আতঙ্ক সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে।

এ বিষয়ে, বিজ্ঞানাগার নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার মাহবুব আলম জানান, বালু ভরাটের কাজ কোন রাজনৈতিক গ্রুপের লোকদের দেয়া হয়নি। স্যাম্পল হিসেবে বালু নিয়ে আসা হলে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এদিকে, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. মাকসুদ আলম সোহান অভিযোগ করেন, জামায়াতের নেতাকর্মীরা বালু ভরাটের সময় বাধা দেয় এবং পরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাঈন উদ্দিন বলেন, এই ঘটনা একটি ব্যবসায়িক সমস্যা এবং হামলার বিষয়ে তিনি নিন্দা জানান। তিনি জানান, বিএনপির নেতাদের সাথে বসে সমাধানের চেষ্টা করবেন।

জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, "এটি রাজনৈতিক সংঘর্ষ ছিল, এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"