ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

রংপুরে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

রংপুর পৃথক অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এবং বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-১৩।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ সাইফুল্লাহ নাঈম জানান, রবিবার রাত ১১ টায় দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন ঢাকা মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে র‌্যাব-১৩’র ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১। অভিযানে আটককৃতদের হেফাজতে থাকা টিনের ট্রাংক থেকে ৩৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজন মাদক ব্যবসায়ী, দিলশাদ আলম (৩৬) ও শান্ত রবি দাস (৩২) কে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, একই রাত সোয়া ১১ টার দিকে র‌্যাব-১৩, রংপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া থানাধীন মহিপুর ব্রিজ এলাকায় অভিযান চালায়। এখানে ১৬৭ বোতল ফেন্সিডিল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ী মোঃ রুবেল মিয়া (৩৮) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব,মাদক,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত