ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

লালমনিরহাটে দুঃস্থ অসহায় ও এতিমদের মাঝে বিজিবি কম্বল বিতরণ

লালমনিরহাটে দুঃস্থ অসহায় ও এতিমদের মাঝে বিজিবি কম্বল বিতরণ

লালমনিরহাটে শীতবস্ত্র হিসেবে দুঃস্থ, অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি।

সোমবার দুপুরে জেলা শহরের বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল সাব্বির আহমেদ এবং লালমনিরহাট ব্যাটালিয়ন-১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম এর উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল সাব্বির আহমেদ বলেন, বিজিবি সদস্যরা দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগে মানবতার কাজে অংশগ্রহণ করেন। প্রতিবছর শীতার্ত অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ আমাদের মানবিক কাজের অংশ এবং এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কম্বল,বিজিবি,লালমনিরহাট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত