ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার

ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সিয়াম বাস কাউন্টারের সামনে থেকে সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ৩০০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ মাদক কারবারি আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার রামেরকুড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিয়াম বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ আনোয়ার হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের বর্তমান বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানানো হয়েছে যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলের উদ্দেশ্যে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মাদক,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত