ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে তিন ছিনতাইকারী গ্রেপ্তার

সিরাজগঞ্জে তিন ছিনতাইকারী গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া বাজার এলাকার বিকাশ ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাসুমের টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলো, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের লাদিম ওরফে সোহাগ (২০), হুসাইন (১৯) ও রিপন বাবু (২২)। সদর থানার ওসি হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার রাতে ওই বিকাশ ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। এসময় চিলগাছা এলাকার মুরগির খামারের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তার পথরোধ করে এবং তার গলায় ধারালো ছুরি ঠেকিয়ে টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।

এ ব্যাপারে ওই বিকাশ ব্যবসায়ী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে এবং রোববার রাতে কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেড় লাখ টাকা, একটি বার্মিজ চাকু, ৫৫ পিস ইয়াবা ও ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এদিকে এ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ছিনতাইকারী,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত