সিরাজগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ২০:২৯ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাড়কোলা উত্তরপাড়া গ্রামে আমেরিকা প্রবাসী রুহুল আমিন বাবুলের বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার রাতে একদল সশস্ত্র ডাকাত বাড়ির পিছনের বারান্দার গ্রিলের তালা কেটে ভিতরে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৩০ লাখ টাকার নগদ অর্থ, ডলার ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতরা যাওয়ার সময় বাড়ির সিসি ক্যামেরার হার্ডডিস্ক, কম্পিউটার ও মনিটরও নিয়ে যায়। এ ঘটনায় বাড়ির বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যে ডাকাতদের গ্রেপ্তার করতে বিশেষ অভিযান শুরু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে এবং অভিযুক্তদের শনাক্তে কাজ করছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।