ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদাবাজদের সতর্ক করে বিএনপির মাইকিং

চাঁদাবাজদের সতর্ক করে বিএনপির মাইকিং

পিরোজপুরের কাউখালীতে চাঁদাবাজদের সতর্ক করে রাতভর মাইকিং করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) উপজেলা বিএনপির নেতৃবৃন্দের বরাত দিয়ে রাতে এই মাইকিং করা হয়।

এসময় মাইকিং করে বলা হয়, কিছু রাজনৈতিক নামধারী মাদকাসক্ত, অসাধু লোকজন বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় ও প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে মানুষকে মামলা-হামলা ও বিভিন্ন তদবিরের কথা বলে সরাসরি বা ফোনে নগদ টাকা লেনদেনে লিপ্ত রয়েছে বলে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে। এ ধরনের ঘটনা কোথাও ঘটলে তা চাঁদাবাজির শামিল। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে কেউ লিপ্ত হলে বা কারো নামে অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়, যদি কোন ব্যক্তি বা সংগঠনের কেউ কারো কাছে অন্যায় ভাবে টাকা দাবি করে অথবা হয়রানি করে, তাহলে তার সম্পর্কে বিএনপি নেতৃবৃন্দ এবং প্রশাসন অথবা আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো অনুরোধ রইলো।

কাউখালী উপজেলা বিএনপির পক্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহাসানুল কবির, সদস্য সচিব এস এম দ্বীন মোহাম্মদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া'র নাম উল্লেখ করে ২ মিনিটের এই ঘোষণা উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, স্টেশন, বাসস্ট্যান্ড, বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরে ঘুরে রাতভর প্রচার করা হয় ।

এ নিয়ে সাধারণ মানুষের ভিতর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেছেন, ৫ আগস্টের পরে দেশের অন্যান্য জায়গার মতো কাউখালীতে তেমন কোন সহিংসতা অথবা আইনশৃঙ্খলার অবনতি ঘটেনি। কেন এইভাবে মাইকিং করা হয়েছে তা তাদের বোধগম্য নয়।

এ বিষয়ে কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির সাংবাদিকদের জানান, আমরা কাউখালী উপজেলা বিএনপি এ ধরনের একটি মাইকিং করছি সাধারণ মানুষদের সতর্ক করার জন্য। কারণ গত কয়েকমাস ধরে বিভিন্ন নামে বিভিন্ন পরিচয়ে মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করা হত এমন তথ্য শোনা গেছে। যার সাথে উপজেলা বিএনপি অথবা এর কোন অঙ্গ সংগঠন কোন ভাবেই জড়িত নয়। তাই আমরা উপজেলাবাসীকে সাবধান করার জন্য এ মাইকিং করিয়েছি।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান বলেন, মাইকিং তাদের দলীয় ব্যাপার। কাউখালির আইন-শৃঙ্খলা ভালো ৫ আগস্ট এর পর থেকে এ পর্যন্ত কোন চাঁদাবাজি, সন্ত্রাস অথবা সহিংসতার কোন অভিযোগ বা সাধারণ ডায়েরি কাউখালীতে হয়নি। আমরা যদি কোনো অভিযোগ পাই সে যে দলের হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, কাউখালী ভালো আছে। আমাদের উপজেলা প্রশাসনের কাছে এখনও এ ধরনের কোনো অভিযোগ আসেনি। যদি কেউ কখনও অভিযোগ করে তাহলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিব।

কাউখালী,চাঁদাবাজি,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত