ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত

ফরিদপুরের গেরদা রেলক্রসিংয়ে একটি মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই নিহত হন তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর আরও দুইজনের মৃত্যু হয়। তাদের নামপরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, নয়জন যাত্রী নিয়ে একটি বড় মাইক্রোবাস রেল ক্রসিং পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকামুখী ‘মধুমতি এক্সপ্রেস’ নামের ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

জানা গেছে, গেরদা থেকে মুন্সিবাজার যাওয়ার একটি সড়কে অবৈধ রেলক্রসিং রয়েছে। অননুমোদিত রেলক্রসিং হওয়ায় ওই স্থানে রেলবিভাগের কোনো তত্ত্বাবধান নেই। নেই কোনো রেল ক্রসিংবার বা গেটম্যান নেই। স্থানীয়দের অভিযোগ রেল ক্রসিং না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ২৮ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসটিও উদ্ধার করা হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ফরিদপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার তাকদির হোসেন বলেন, গেরদায় রেলবিভাগের অনুমোদিত কোনো রেলক্রসিং নেই। তবে দুর্ঘটনার বিষয়ে আমি শুনেছি এবং খোঁজ নিয়েছি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, আমি ও ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি কেন ঘটল এবং ভবিষ্যতে কিভাবে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায় সেটির ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিহতদের মরদেহ বহন ও দাফনের জন্য যাবতীয় খরচ জেলা প্রশাসন থেকে দেওয়া হবে।

ট্রেনের ধাক্কা,মাইক্রোবাস,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত