ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ ঝুঁকি হ্রাসের উপর একদিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।

সেশন পরিচালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক সানোয়ার হোসেন ও জাইকা এক্সপার্ট বিমল কান্তি কুরি।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোতাহার হোসেন, কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোফাখখারুল ইসলাম।

উল্লেখ্য, জাপানের উন্নয়ন সহযোগী জাইকার অর্থায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। প্রশিক্ষণ কর্মসূচিতে ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভূরুঙ্গামারী,দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি,প্রশিক্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত