নাটোরে সিএনজি চালিত থ্রি-হুইলার ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আনছার প্রামানিক (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও অন্তত ৬ জন যাত্রী আহত হন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নাটোর সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনছার প্রামানিক নওগাঁ জেলার মান্দা উপজেলার দারিয়াপুর এলাকার মৃত কানু প্রামানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে অটোভ্যান যোগে কাজের উদ্দেশ্যে কয়েকজন শ্রমিক নাটোরে যাচ্ছিলেন। এসময় সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি থ্রি হুইলার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত থ্রি হুইলার-অটোভ্যানের সঙ্গে একটি রিকশাও দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিন যানবাহনের অন্তত ৭ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এসময় চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন।
নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।