ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শীতার্তদের মাঝে রংপুরে জামায়াতের কম্বল বিতরণ

শীতার্তদের মাঝে রংপুরে জামায়াতের কম্বল বিতরণ

জামায়াতে ইসলামীর রংপুর সদর উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

তিনি বলেন, "এই দেশে অসহায় মানুষের অধিকার নিশ্চিত করতে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কোনো বিকল্প নেই।" তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করছে, যা সৎ, দুর্নীতিমুক্ত এবং জনগণের অধিকার আদায়ের জন্য সচেষ্ট থাকবে। পাশাপাশি তিনি ধনাঢ্য ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর সদর উপজেলা শাখার আমির মাওলানা মোঃ মাজহারুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন চন্দনপাঠ ইউনিয়নের আমীর মাওলানা শওকত হোসেন, মমিনপুর ইউনিয়ন আমির মোঃ রায়হান মিয়া, আলহাজ্ব শাহাজান মিয়া, মোঃ মশিউর রহমান, মোঃ শাহিন ইসলাম, মোঃ আসাদুজ্জামান, মোঃ রবিউল ইসলাম এবং মঃ হাবিবুর রহমান।

শীতবস্ত্র,জামায়াত,বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত