বোরো ধানের চারায় বিষ প্রয়োগে ২ লক্ষাধিক টাকার ক্ষতি 

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ২১:০৮ | অনলাইন সংস্করণ

  হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলার ঘুরাবই গ্রামের তাউছ মিয়ার বোরো ধানের চারায় প্রতিপক্ষের লোকেরা বিষ প্রয়োগ করে ২ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। 

মঙ্গলবার সকালে এ অবস্থা দেখতে পেয়ে তাউছ মিয়া বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাকে জানান।  

তাউছ মিয়া জানান- পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকেরা তার বোরো ধানের চারায় বিষ প্রয়োগ করে। এমনটা তার ধারণা হয়েছে। এতে অনেক ধানের চারা নষ্ট হয়ে গেছে। বাকীগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ চারা রোপণ করে ক্ষেত থেকে প্রায় ২ লক্ষাধিক টাকার ধান সংগ্রহ করা থেকে বঞ্চিত হয়েছি। তিনি জানান- সোমবার দিবাগত রাতের বেলায় ধানের চারায় বিষ প্রয়োগ করা হয়। 

ধানের চারার সাথে এমনটা করায় নিন্দা জ্ঞাপন করে এলাকার অনেক কৃষক এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম বলেন, অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে জড়িতদেরকে ছাড় দেওয়া হবে না।