ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

গভীর রাতে শীতার্তদের পাশে তাড়াইলের ইউএনও

গভীর রাতে শীতার্তদের পাশে তাড়াইলের ইউএনও

সকাল থেকে ছিল ঘন কুয়াশার দাপট, সারাদিন দেখা মিলেনি সূর্যের। এদিকে শীতের হিমেল হাওয়া আর কনকনে হাড়-কাঁপানো ঠান্ডায় কাঁপছে সারাদেশ। বাদ যায়নি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার গরীব-দুঃখী মানুষও। আর এমন শীতের গভীর রাতে গ্রাম ও রাস্তায় ঘুরে ঘুরে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবক্কর সিদ্দিকী।

গত কয়েকদিন দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে ও নরসুন্দা নদীর তীরবর্তী সুবিধাবঞ্চিত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী। কনকনে শীতের মধ্যে হঠাৎ শীতবস্ত্র (কম্বল) হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সহিলাটী গ্রামের দিনমজুর আবদুল হাই ও নজরুল ইসলাম। এভাবে অনেকেই কম্বল পেয়ে আবেগে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী আলোকিত বাংলাদেশকে বলেন, গত কয়েক দিন যাবৎ এই এলাকায় তীব্র শীত পড়েছে। শীতে দরিদ্র মানুষদের অনেকেরই শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। শীতে কোনো দুঃস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে বের হয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

তাড়াইল,কম্বল,ইউএনও
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত