ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সোনাগাজীতে বিটুমিন লুট

সোনাগাজীতে বিটুমিন লুট

ফেনীর সোনাগাজী উপজেলার ইছাপুর সড়ক নির্মাণ কাজে ব্যবহারের জন্য রাখা ভিটুমিন রাতের আঁধারে লুট করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

লুট হওয়া ১২ ড্রাম বিটুমিনের বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান এমকেএম কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী।

জানা গেছে, মধ্যরাতে একটি বড় ট্রাক নিয়ে এসে দুর্বৃত্তরা নির্মাণাধীন রাস্তার পাশে রাখা বিটুমিনের ড্রামগুলো তুলে নিয়ে যায়।

ঠিকাদারি প্রতিষ্ঠান এমকেএম কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মাহতাব হোসেন চৌধুরী জানান, এলজিইডির একটি রাস্তার কার্পেটিং কাজে ব্যবহারের জন্য এসব বিটুমিন আনা হয়েছিল। তিনি আরও জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজীদ আকন জানান, অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোনাগাজী,বিটুমিন,লুট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত