এবার আবহাওয়া অনুকূলে থাকায় লালমনিরহাটে আলুর বাম্পার ফলন হয়েছে। জেলার পাঁচ উপজেলার কৃষক-কৃষাণীরা এখন আগাম আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লালমনিরহাটে এই মৌসুমে ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। জেলার চাহিদার চেয়েও বেশি আলু উৎপাদন হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আলুর বাজারদর স্থিতিশীল থাকলে এবং বিদেশে রপ্তানির সুযোগ পাওয়া গেলে চাষিরা আরও বেশি লাভবান হবেন।
লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার প্রায় প্রতিটি গ্রামে এখন আলু উত্তোলনের কাজ চলছে। আলু চাষিরা জানিয়েছেন, বাজারে আগাম আলুর ভালো দাম পাওয়ায় তারা উত্তোলন শুরু করেছেন।
বর্তমানে বাজারে আলুর খুচরা মূল্য ৩৫-৪০ টাকা প্রতি কেজি। চাষিরা আশা করছেন, এই মূল্য ধরে রাখা গেলে তারা লাভবান হবেন।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইখুল আরিফিন জানান, "আলু চাষের ফলে চাষিরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি এই সময়ে আলু উত্তোলনের কাজ করে দিনমজুররাও উপকৃত হচ্ছেন।"