ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা

শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের জুলাই মাসে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২৫) রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়ায় বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

তাঁরা কবর জিয়ারত শেষে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। রাবি ও বাউবি উপাচার্য পরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।

এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ,উপাচার্য,কবর,শ্রদ্ধা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত