‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ স্লোগানে জুলাই ঘোষণাপত্রের গুরুত্বসহ ৭ দফা ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবিতে লিফলেট বিতরণ বিতরণ করেছে কুড়িগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৮ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে লিফলেট কার্যক্রম শুরু হয়। জুলাই ঘোষণাপত্রের দাবিতে এ দুই সংগঠনের সমাবেশ চলমান রয়েছে।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য মো: মুকুল হোসেন, হাফিজুর রহমান বাবু, রাশিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, মাহমুল হাসান লিমন, হান্নান, জাহিদ, রাজ্যজ্যোতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণার সময় বেঁধে দিয়েছে। এসময় জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী অংশীজনদের সঙ্গে কথা বলে একটি ঘোষণাপত্র চূড়ান্ত করার দাবি জানিয়েছেন তারা।
লিফলেটে ৭ দফা ছিল-জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে, ঘোষণাপত্রে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' এর নেতৃত্ব, অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে যোগসূত্র রেখে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা, ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠন করে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন, সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলা ও জুলাই অভ্যুত্থান পরবর্তী বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করাসহ সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে।
শহীদ মিনারে ঘোষিত এক দফার ভিত্তিতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফ্যাসিস্ট আওয়ামী সরকার উৎখাত হয় যা এশিয়াসহ বিশ্বের নানা প্রান্তে মুক্তিকামী জনগণের জন্য বাংলাদেশের এ অভ্যুত্থান এক নতুন দিশা ও প্রেরণা। দুনিয়ার যেখানেই মুক্তিকামী জনগোষ্ঠী স্বৈরাচার উৎখাত করেছে কিংবা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠন করেছে সেখানেই অভ্যুত্থানের শক্তি এ ধরনের ঐতিহাসিক অর্জনকে স্বীকৃতি দিতে জনগণের সামনে ঘোষণাপত্র তুলে ধরেছে বলে তারা ঘোষণাপত্রে ৭ বিষয় অন্তর্ভুক্তির দাবি জানান।