রাঙামাটিতে তারুণ্যের উৎসব শুরু
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১৬:৫৫ | অনলাইন সংস্করণ
রাঙামাটি প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শুরু হয়েছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে বেলা সাড়ে ১০টায় রাঙামাটি জিমনেশিয়াম চত্তরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
এরপর একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়।
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আগামী ১৬ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত রিজার্ভ বাজারস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল শুক্কুর মাঠ প্রাঙ্গণে লোক ও কারুশিল্প মেলা, টি টুয়েন্টি ক্রিকেট, বালক ও বালিকাদের আলাদা করে ফুটবল টুর্নামেন্ট, কাবাডি, ক্যারাতে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, এসব কর্মসূচির মাধ্যমে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দেশের উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
শোভাযাত্রায় পুলিশ সুপার জনাব ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন জনাব ডাঃ নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা, কর্মরত সকল দপ্তর প্রধানবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।