অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে হামলা, তিতাসের প্রকৌশলীসহ আহত ৫

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১৮:৫০ | অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মৈষটেক ও মিরেরটেক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে সংঘবদ্ধ চক্রের অতর্কিত হামলায় তিতাস গ্যাসের এক প্রকৌশলীসহ পাঁচজন আহত হয়েছেন।

আজ বুধবার (৮ জানুয়ারি)  জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে এবং জেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে মোবাইল কোর্টে মৈষটেক এলাকায় প্রায় ১ কিলোমিটার দীর্ঘ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ২০০টি বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং প্রায় ১০০ ফিট এম.এস ও ১৫০ ফিট পিভিসি পাইপ অপসারণ করা হয়। মৈষটেকের অভিযান শেষে মিরেরটেক বাজার সংলগ্ন ২ ইঞ্চি ডায়া বিশিষ্ট একটি অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার সময় সঙ্ঘবদ্ধ চক্র অতর্কিতভাবে হামলা চালায়। এতে তিতাস গ্যাসের আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হন। এ ঘটনায় আরও আহত হয়েছেন তিতাসের একজন কর্মচারী, বিচ্ছিন্নকারী দলের দুই শ্রমিক এবং কয়েকজন পুলিশ সদস্য।

এর আগে গত সেপ্টেম্বর ২০২৪ থেকে জানুয়ারি ২০২৫ পর্যন্ত পরিচালিত অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ১৪৫টি শিল্প, ৮৬টি বাণিজ্যিক এবং ১৬,৫৯৬টি আবাসিক সংযোগসহ মোট ১৬,৮২৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এর ফলে দৈনিক ১,১১,১৩,২৫৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৫১.৬৫ লক্ষ টাকা।