ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

সিরাজগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার করণঘোশ গ্রামে ব্যবসায়ীর সাইফুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা তার হাত-পা বেঁধে জিম্বি করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়।

তাড়াশ থানার ওসি আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার মধ্যরাতে ওই গ্রামের পুকুর ব্যবসায়ীর পাকা বাড়িতে ১০থেকে ১২ জন ডাকাত দল প্রবেশ করে এবং তারা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সাইফুলের হাত-পা বেঁধে রাখে। পরে ঘরে থাকা স্টিলের আলমারি, ওয়ারড্রপ ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে সাড়ে ৪ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৪ লাখ টাকাসহ কমপক্ষে ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ডাকাতির সময় ওই পরিবারের লোকজন চিৎকার করলেও তাদেরকে ভয়ভীতি দেখানো হয়।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

এছাড়া বুধবার সকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।

সিরাজগঞ্জ,ব্যবসায়ী,ডাকাতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত