টঙ্গীবাড়ীতে প্রধান শিক্ষকবিহীন চলছে স্কুল, অভিভাবকদের ক্ষোভ
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:১৪ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের ভোরন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকবিহীন অবস্থায় গত দুই মাস ধরে পরিচালিত হচ্ছে। এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
বিদ্যালয়টি ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হওয়া ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। একসময় ভালো ফলাফলের জন্য বিদ্যালয়টি পরিচিত থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তা বজায় রাখা সম্ভব হয়নি। বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে অভিভাবকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, প্রধান শিক্ষিকার অনুপস্থিতির কারণে শিক্ষার মান আরও অবনতি হবে।
অভিভাবক মো. মোশাররফ দেওয়ান বলেন, “আমার ছেলে ও মেয়ে এই স্কুলে পড়ে। কিন্তু প্রধান শিক্ষিকা দীর্ঘদিন অনুপস্থিত থাকায় তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। আমরা দ্রুত এর সমাধান চাই। প্রধান শিক্ষিকা পপি ব্যানার্জি দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার মান কমে গেছে এবং তিনি প্রায়ই স্কুলে থাকেন না।”
বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি তাইজুল ইসলাম শিকদার বাবু জানান, “তিন বছর আগে কমিটি গঠন হওয়ার পর প্রায় এক বছর প্রধান শিক্ষিকা অনুপস্থিত ছিলেন। সম্প্রতি কমিটি ভেঙে দেওয়ার পর আবারও প্রধান শিক্ষিকা অনুপস্থিত রয়েছেন। এর ফলে শিক্ষার মান আরও খারাপ হচ্ছে।”
প্রধান শিক্ষিকা পপি ব্যানার্জির মুঠোফোনে গত দুইদিন যাবৎ একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। তার সিমটি বন্ধ দেখাচ্ছে।
উপজেলা শিক্ষা অফিসার রাফেজা খাতুন জানান, “প্রধান শিক্ষিকা পপি ব্যানার্জি অসুস্থতার কথা বলে ছুটির আবেদন করেছিলেন। তবে আমরা সেটিকে ছুটি দেওয়ার মতো যথেষ্ট কারণ মনে করিনি। বিষয়টি ইতোমধ্যে তদন্ত করে জেলা পর্যায়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। জেলা থেকে দ্রুত সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হবে।”