ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

টঙ্গীবাড়ীতে দুর্বৃত্তদের হামলায় মাদ্রাসার খতিব গুরুতর আহত 

টঙ্গীবাড়ীতে দুর্বৃত্তদের হামলায় মাদ্রাসার খতিব গুরুতর আহত 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সোনারং আদর্শ মহিলা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও নোয়াদ্দা জামে মসজিদের খতিব মাওলানা মিসবাহুদ্দীন সিদ্দিককে হত্যার চেষ্টা করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৩টা সময় সোনারং তার নিজ বাড়ির কলাপসিবল গেইট কেটে মুখে মাস্ক পড়ে সংঘবদ্ধ একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে।

এসময় তার মাথার দুই স্থানে ও হাতে গুরুতর জখম করে,তাৎক্ষণিক তার চিৎকার চেঁচামেচিতে তার পরিবারের লোক ও এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গুরুতর আহত মাওলানা মিসবাহুদ্দীন সিদ্দিক জানান, আমার বাড়ির দোতলার নির্মাণ কাজ চলায় চার পাশ পরিদর্শন করে রাত ১২টা সময় ঘুমাতে যাই, এরপর রাত ৩টা সময় বিকট শব্দে আমার দরজা ভাঙার সময় তাৎক্ষণিক ঘুম ভেঙে যায়,পরে দেখি দুজন উঁচা লম্বা মুখোশধারী লোক ধারালো অস্ত্র নিয়ে আমাকে মারার জন্য এগিয়ে আসে আমার মাথায় আঘাত করে তারপর আমার সাথে তাদের ধস্তা শাস্তি হয় ওরা আমার গলায় আঘাত করলে আমি হাত দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করি তখন আমার হাতেও গুরুতর জখম হয়,পরবর্তীতে আমার ধস্তাধস্তি ও চিৎকার শুনে পাশের রুমে থাকা আমার পরিবারের লোকজন ও পার্শ্ববর্তী বাসায় থাকা লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় আলেম ওলামারা দোষীদের খুঁজে বের করে দ্রুত বিচারের দাবী জানিয়ে টঙ্গীবাড়ী বাজারে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে।

এবিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ মুহিদুল ইসলাম জানান, এবিষয়ে আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো, এছাড়াও আমাদের এটা নিয়ে তদন্ত ও অনুসন্ধান অব্যাহত আছে।

টঙ্গীবাড়ী,হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত