ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ফুলবাড়ীতে ৪ ইট ভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমানা

ফুলবাড়ীতে ৪ ইট ভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমানা

বৈধ লাইসেন্স না থাকার অপরাধে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৪টি ইট ভাটায় পৃথক অভিযান চালিয়ে ভাটা মালিকদের ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে তাদের থেকে জরিমানা আদায় করা হয়।

অভিযানে কাশিপুর ইউনিয়নের এ বি ব্রিকস ইট ভাটা মালিক খাইরুল হক এর দুই লাখ টাকা, এম এস এইচ ব্রিকস ইট ভাটা মালিক মোস্তফাজামান এর দুই লাখ টাকা, ডব্লিউ এ এইচ ব্রিকস ভাটার মালিক মোশারব আলী এর দেড় লাখ টাকা, এবং ফুলবাড়ী সদর ইউনিয়নের কে এম ব্রিকস ইট ভাটা মালিক রাজীব সরদার এর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম জানিয়েছেন, অবৈধ ইট ভাটা মালিকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জরিমানা,ইট ভাটা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত