সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সলংগা থানার ধোপাকান্দি নামকস্থানে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মটোর সাইকেল আরোহী সুমন মিয়া (২৫) নিহত হয়েছে। সে গাজীপুর জেলা সদরের আকছেদ আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার সন্ধ্যার দিকে ওই যুবক মটোর সাইকেলযোগে বগুড়া যাচ্ছিল। এ সময় উল্লিখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসে ওই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।