কক্সবাজারে নিখোঁজের ৮ ঘণ্টা পর আল মুহাম্মদ হক আহাদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, শিশু আহাদ এদিন বিকাল ৫টার দিকে নিখোঁজ হন। উদ্ধার হওয়া মরদেহে গলায় চাপ দেয়ার চিহ্ন রয়েছে।
এদিকে কী কারণে- শিশুটিকে হত্যা করা হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো সেই রহস্য উন্মোচন করতে পারেনি।
আল মুহাম্মদ হক আহাদ ডিসি পাহাড় এলাকার অনোয়ারুল হকের ছেলে। এবং স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের শিশু শ্রেণীর শিক্ষার্থী।
সদর থানার ওসি ইলিয়াস খান জানান, মঙ্গলবার আহাদ নিখোঁজ হলে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেন। একপর্যায়ে রাত ১টার দিকে বাড়ির পাশের সীমানা দেয়াল দিয়ে ঘেরা একটি খালি প্লটে শিশুটির নিথর দেহ পাওয়া যায়। মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়ার পাশাপাশি মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
এদিকে গতকাল বাদে আসর নামাজে জানাজার শেষে খুরুস্কুল মনুপাড়া এলাকায় আল মুহাম্মদ হক আহাদের দাফন সম্পন্ন করা হয়েছে।জানাজায় অংশ নেয়া আল মুহাম্মদ হক আহাদের বন্ধুর বাবা শৃঙ্খল বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ছেলের শোকে আহাদের বাবা বাকরূদ্ধ। তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। তবে ওই কর্মকর্তা মনে করেন, বাবার আক্রোশে নেপথ্যে আহাদ খুনের শিকার কিনা?
সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা, কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।