ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পিরোজপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

পিরোজপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

পিরোজপুর সেনা ক্যাম্পের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ৭ পদাতিক ডিভিশন।

বুধবার বিকেলে ক্যান্টনমেন্টের মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে জেলা শহরের বড় মসজিদ মোড় এলাকায় মুচি সম্প্রদায়ের মাঝে দোকানে দোকানে গিয়ে তাদের হাতে এ কম্বল তুলে দেন। এ বছর শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে জেলার বিভিন্ন উপজেলায় নানা শ্রেণি পেশার দরিদ্র মানুষের মাঝে দেড় হাজার কম্বল বিতরণ করছেন এবং তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলেও তারা জানিয়েছেন।

এ বিষয়ে মেজর কাজী জাহিদুল ইসলাম জানান, শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে পিরোজপুর জেলার সদর ও বিভিন্ন উপজেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে ।

এছাড়া লেবুখালী ক্যান্টনমেন্টের আওতায় বরগুনা,ঝালকাঠী, পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরণ হয়।

সেনাবাহিনী,শীতবস্ত্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত