চাঁদপুরে আপন জন্মদাতা মা-বাবাকে মারধর করায় মো: ইসমাইল চৌধুরী মানিক (৩৬) নামে এক সন্তানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মানিক রামদাসদী গ্রামের আজিজুল চৌধুরীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, গোপনীয় শাখার সহকারী মো. মামুনুর রসিদ, এবং মডেল থানা পুলিশের একটি টিম।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে মানিক তার মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এই দণ্ডের মাধ্যমে অভিভাবকদের ওপর সন্তানদের অন্যায় আচরণ নিয়ন্ত্রণে একটি বার্তা দেওয়া হলো।
ইউএনও সাখাওয়াত জামিল সৈকত বলেন, ভুক্তভোগী বাবা সরাসরি আমাদের কাছে ও চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে প্রতিনিয়ত তাকে ও তার স্ত্রীকে মারধর করে। স্থানীয়দের সঙ্গেও কথা বলার পর অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে অভিযুক্ত মানিক নিজেও তার দোষ স্বীকার করেন। এরপর মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।