মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ২০:২৯ | অনলাইন সংস্করণ
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকাল ও সন্ধ্যায় গাংনী উপজেলার আকুবপুর চটকাতলা এবং ওলিনগর এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এইচএসসি ২য় বর্ষের দুই শিক্ষার্থী নিহত হন। নিহতরা হলেন, গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে সিয়াম (২০) এবং সোহরাব হোসেনের ছেলে আব্দুল্লাহ আল বাকী (২০)। অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওলিনগর এলাকায় সবজি বোঝাই একটি দ্রুতগামী ট্রাকের চাপায় শিপন আলী (১৭) নামে এক কিশোর নিহত হয়। আহত হন তার খালাতো ভাই খোকন (২৩)। শিপন গাংনী উপজেলার চিৎলা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
মটমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রফরফ এন্টারপ্রাইজ বাসটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে সিয়াম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে কুষ্টিয়া নেওয়ার পথে মিরপুর এলাকায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারীরা বাস ফেলে পালিয়ে যান। বাসটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাণী ইসরাইল জানান, নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে এবং পরিবারের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওলিনগরে ট্রাকের চাপায় কিশোর নিহতের বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে গাংনী থেকে বামন্দির দিকে যাওয়ার সময় ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শিপন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত খোকনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।