কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের চাঁদপুর পুলিশ সুপারের কম্বল বিতরণ
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ২০:৩৮ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের পক্ষ থেকে শীতার্ত কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে চাঁদপুর মডেল থানা প্রাঙ্গণে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চাঁদপুর পৌর এলাকার রাত্রীকালীন নিরাপত্তায় নিয়োজিত ১১টি অঞ্চলের ১২০ জন টহল সদস্যের হাতে এই শীতবস্ত্র তুলে দেন পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া, চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, ৬নং সেক্রেটারী মোঃ আব্দুর রহমান গাজী, অঞ্চল ৭ এর সেক্রেটারী সেলিম রেজা, অঞ্চল ৮ এর মোঃ ফরিদ আহমেদ, অঞ্চল ১৪ এর যুগ্ম সস্পাদক মাসুদ পালওয়ান, অঞ্চল ৩ এর প্রচার সম্পাদক অভিজিত রায়।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, "কমিউনিটি পুলিশিং সদস্যরা এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আমাদের সহায়তা করছেন। তাদেরকে উৎসাহ প্রদানের অংশ হিসেবে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।"
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং সদস্যরা পুলিশের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।