চুয়াডাঙ্গা সীমান্ত থেকে তিন নারীসহ আটক ৬

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ২৩:৩৫ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হরিহর নগর সীমান্ত থেকে অবৈধ হবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জন নারীসহ ৬  জনকে আটক করেছে বিজিবি।

বুধবার (৮ জানুয়ারি) ভোরের দিকে তাদেরকে আটক করা হয়।

আটকৃত হলো- অসীম বণিক (৩৫), নিরব রায় (২০), তরিকুল ইসলাম (২৫) , কাজল রেখা (৩৬), চুমকি আখতার (৩৫) ও রশিদা (৪০) ।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোর তিনটার দিকে জেলার জীবন উপজেলার হরিহর নগর সীমান্ত দিয়ে ৫-৬ জন বাংলাদেশী অবৈধ পথে ভারতে প্রবেশ করবে। এ খবর পেয়ে জীবননগর বিশেষ ক্যাম্পের বিজিবি নায়েক সুবিধার মদন কুমার মজুমদার সঙ্গীও ফোর সহ সীমান্তের পাক রাস্তার পাশে  ওত পেতে থাকে। এর কিছুক্ষণ পরে সীমান্তের মেইন পিলার ৬২/৯ এস কাছ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার লাটিঙ্গা গ্রামের খগেন বণিকের ছেলে অসীম বণিক, মাগুরা জেলার শালিকা থানার বাউলিয়া গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে নীরব রায়, যশোর জেলার অভয়নগর থানার লক্ষীপুর গ্রামের জমির লস্করের ছেলে তরিকুল ইসলাম, একই জেলার শার্শা থানার উলসী গ্রামের মৃত মমজের আলী খন্দকারের মেয়ে কাজল রেখা, খুলনা জেলার খালিশপুর থানা শহরের বিএডিসি পাড়ার আব্দুল হাকিম এর মেয়ে চুমকি আক্তার ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার সন্ন্যাসী গ্রামের মৃত মোজাম্মেলের মেয়ে রাশিদাকে আটক করে।

আজ বুধবার দুপুরে জীবন নগর বিশেষ ক্যাম্পের বিজিবি নায়ক সুবিধার মদন কুমার মজুমদার বাদী হয়ে ১৯ ৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ এর ১১(১) (গ) ধারায জীবন নগর থানায় একটি মামলা দায়ের করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।