ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সীমান্ত থেকে ২ বাংলাদেশি নাগরিক আটক

সীমান্ত থেকে ২ বাংলাদেশি নাগরিক আটক

হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে এসব তথ্য দেন ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন। এর আগে বুধবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার জগতপুর গ্রামের মৃত নিমাই পালের ছেলে শ্রী অনিল পাল (৭০) ও তার স্ত্রী পারুল বালা (৬০)। তারা ভারতের আগরতলায় চিকিৎসার উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন।

বিজিবি জানায়, সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) ধর্মঘর বিওপি টহল দল সীমান্ত পিলার ১৯৯২-২৪-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর এলাকায় তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তবে তাদের কাছ থেকে কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

সীমান্ত,বাংলাদেশি নাগরিক,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত