কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চর ঝাকালিয়া এলাকায় গত সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ইয়াসিন মিয়া নামে এক সিএনজি চালকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
নিহত ইয়াসিন মিয়া (৪৫) নরসিংদী সদর উপজেলার বীরপুর এলাকার মৃত সাঈদ মিয়ার ছেলে। তিনি কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা বড়বাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে স্ত্রীসহ বসবাস করতেন। ইয়াসিনের পরিবারের দাবি, পুলিশের পিটুনিতে ইয়াসিনের মৃত্যু হয়ে থাকতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধাওয়া করে ইয়াসিনকে ধরে নিয়ে আসে পুলিশ। এক পর্যায়ে ইয়াসিন মাটিতে লুটিয়ে পড়ে এবং বুকে ব্যথা হচ্ছে বলতে থাকে। এসময় ইয়াছিন তার সাথে থাকা ওষুধ সেবন করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয় এবং সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়।
তবে পুলিশের দাবি গোপন সংবাদের ভিত্তিতে মাদকের চালান ধরতে এস আই কামালের নেতৃত্বে অভিযান চালায় পুলিশের চার সদস্যের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই দৌড়ে পালিয়ে গেলেও সিএনজি চালক ইয়াসিন মিয়া দৌড়াতে গিয়ে মাটিতে পরে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাঁকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মেহেদি হাসান তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইয়াসিনের এক নিকট আত্মীয় জানান, ইয়াসিন বহুদিন যাবত মাদক সেবন করতো। তবে তার মৃত্যুটা রহস্যজনক। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার প্রার্থনা করছি।
অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, ইয়াসিনের মৃত্যুর ঘটনায় পুলিশ সুপারের নির্দেশনায় এস আই কামালসহ চার পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে ফেরত আনা হয়েছে।