চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করতেন মহসিন

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৫:৪৪ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে চোরাই মোবাইল ফোন এবং আইএমইআই নম্বর পরিবর্তনের ডিভাইস ও ল্যাপটপসহ মো. মহসিন ভূঁইয়া (৩৬) নামে একজনকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আটককৃত মহসিন ভূঁইয়া জেলার মিঠামইন উপজেলার আটপাশা গ্রামের মৃত আবুল কালাম ভূঁইয়ার ছেলে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার রাত ১২টার পর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবিরের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের ইসলামিয়া সুপার মার্কেটের ভাই ভাই কম্পিউটার অ্যান্ড মোবাইল টেকনোলজি দোকানে অভিযান চালায়। অভিযানে মহসিনের হেফাজতে থাকা আইএমইআই পরিবর্তনকৃত চোরাই মোবাইলসহ আইএমইআই কাজে ব্যবহৃত ল্যাপটপ ও বিভিন্ন ক্যাবল উদ্ধার করে জব্দ করে।

বৃহস্পতিবার সকালে মহসিনকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব। পুলিশ তার বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোডের ৪১৩ ধারা এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর ২২ ধারায় মামলা দায়ের করে। একই দিন দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।