আশুলিয়া থানায় নবাগত ওসি হিসাবে যোগদান করেছেন মোঃ নূর আলম সিদ্দিকী।
বুধবার (৮ জানুয়ারি) রাতে তিনি আশুলিয়া থানায় যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি বুধবার রাতে আশুলিয়া থানায় পৌঁছলে আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন-সহ থানার সকল কর্মকর্তাগণ নতুন ওসিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
ওসি নূর আলম সিদ্দিকী ফরিদপুর সদরপুর থানার খালাসী ডাংগী গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে। তিনি ২০০৯ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন।