ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মাগুরায় "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায়

মাগুরার শ্রীপুর উপজেলা ৮ টি ইউনিয়নে আজ বৃহস্পতিবার একযোগে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ'-শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

আগামী ১৩ জানুয়ারি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত "তারুণ্যের উৎসব"-এ প্রতিটি ইউনিয়ন থেকে নির্বাচিত পাঁচ সদস্যের একটি করে টিম অংশগ্রহণ করবে।

এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাদিরপাড়া ও সব্দালপুর ইউনিয়ন পরিষদে কর্মশালার উদ্বোধন করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছা. পান্না খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা আবদুর রাজ্জাক, পল্লি সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিধান চন্দ্র পাল, উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. মোজাম্মেল হকসহ অন্যরা।

কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

তারুণ্যের ভাবনা,মাগুরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত