ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ভাঙ্গুড়ায় প্রভাষক আব্দুল হালিমের উপর হামলার ঘটনায় মানববন্ধন

ভাঙ্গুড়ায় প্রভাষক আব্দুল হালিমের উপর হামলার ঘটনায় মানববন্ধন

পাবনার ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী ও অনার্স কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক মোঃ আব্দুল হালিমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে কলেজের গভর্নিংবডি, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি ও অনার্স কলেজের গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল লতিফ মিয়া, আইসিটি বিভাগের প্রভাষাক মোঃ মিজানুর রহমান সরকার, মোঃ আহসানুল হাবিব, ছাত্র দলের কলেজ শাখার সভাপতি বায়োজিদ বোস্তামী, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাত অভি (ডাবলু) প্রমুখ।

এ সময় বক্তারা প্রভাষক মোঃ আব্দুল হালিমের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারী দেন তারা।

মানববন্ধন শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দোষীদের শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

ভাঙ্গুড়া,হামলা,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত